ঘন্টায় ৬০৩ কিমি বেগের বিশ্ব রেকর্ড গড়েছে ‘ম্যাগনেটিক লেভিটেশন’ ট্রেন



ঘন্টায় ৬০৩ কিলোমিটার বেগে ছুটে সর্বোচ্চ গতির নতুন বিশ্ব রেকর্ড গড়েছে জাপানের নতুন ‘ম্যাগনেটিক লেভিটেশন’ (ম্যাগলেভ) ট্রেন। ২০২৭ সাল নাগাদ টোকিও থেকে নাগোয়ার মধ্যে রেল-যোগাযোগে ম্যাগট্রেন ব্যাবহারের পরিকল্পনা করছে ‘সেন্ট্রাল জাপান রেলওয়ে’। জাপানের মাউন্ট ফুজির নিকটবর্তী ইয়ামানাশি অঞ্চলের পরীক্ষামূলক পর্যায়ে এই গতি অর্জন করে ম্যাগলেভ ট্রেন।
বিবিসি জানিয়েছে, ‘বৈদ্যুতিক চার্জবাহী চুম্বক’ প্রযুক্তি ব্যবহার করে রেল ট্র্যাকের উপর চলে ম্যাগলেভ ট্রেন। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহেই ঘন্টায় ৫৯০ কিলোমিটার গতিতে ছুটে রেকর্ড গড়েছিল ম্যাগলেভ ট্রেন। এক সপ্তাহের ব্যবধানে নিজের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড করেছে ট্রেনটি।
যাত্রীবাহী অবস্থায় ৪০ মিনিটে ২৮০ কিলোমিটার দূরত্ব পাড়ি দেবে ম্যাগলেভ ট্রেন। তবে এই ট্রেনের রেকর্ড গতির আঁচ পাবেন না আরোহীরা। যাত্রীবাহী অবস্থায় ম্যাগলেভ ট্রেনের সর্বোচ্চ গতি হবে ঘন্টায় ৫০৫ কিলোমিটার। টোকিও থেকে নাগোয়া পর্যন্ত ম্যাগলেভ ট্রেনে সংযোগ স্থাপন করতে খরচ হবে ১০ হাজার কোটি মার্কিন ডলার। সূত্রঃ বিবিসি। 
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন