জীবনে সফল হতে চাইলে না বলুন এই ৬ টি কাজকে !!!

sucess-http://sarabela24.blogspot.com/
সবসময় সবাই এটা বলে যে সফল হতে হলে ঠিক কোন কাজটা করতে হবে, কোন পথে আর কি করে করলে দ্রুত সফলতার মুকুটকে মাথায় তোলা যাবেকিন্তু একজন সফল মানুষ হতে গেলে কেবল কিছু কাজ করলেই হয়না, এর পাশাপাশি কিছু কাজ থেকে বিরতও থাকতে হয় আর তাই সফল হবার মূলমন্ত্র হিসেবে জেনে নিন সফল হতে হলে কোন কাজগুলোকে না বলতে হবে সামনের দিকে এগিয়ে যেতে হবে

   

 

১. দোষারোপ করা বন্ধ করুন

মানুষ প্রতিদিন নানারকম কাজ করেকোনোটা থেকে সফলতা আসে, কোনোটায় ব্যর্থতাসফল হলে অবশ্যই খুশি হবেন আপনিসফলতার স্বাদ নেবার অধিকার সবার রয়েছেকিন্তু তাই বলে দশবারের ভেতরে একবার ব্যর্থ হলে সেটা নিয়ে মানসিক চাপ নেওয়া বা নিজেকে দোষারোপ করা থেকে বিরত থাকুনকারন, জীবনে এমনটা হবেই ব্যর্থ হলে তাই নিজের সফলতাগুলোকে সামনে রেখে আবার নতুন করে কাজ শুরু করুন

২. হ্যাঁ বলা বন্ধ করুন

জীবনে অনেকের সাথে পরিচিত হতে হয় পথে চলতে গেলেআর সেই সাথে বাড়তে থাকে আশপাশের মানুষদের চাহিদাওহয়তো কোন একটা কাজ ভালো লাগছে না আপনারকিন্তু কেবল কাছের মানুষেরা কষ্ট পাবে ভেবে হ্যাঁ বলছেন তাদেরকেকরছেন কাজটা এরকম না হলে ভালতবে যদি এমনটাই হন আপনি আর আপনার জীবন তাহলে এখনই পাল্টে যেতে চেষ্টা করুনঅন্যকে শক্তভাবে না বলতে শিখুনঅপছন্দের মানুষ কিংবা অসৎ মানুষদের কাছ থেকেও দূরে থাকুনস্পষ্ট ভাষায় না বলে হ্যাঁ বলা থেকে বিরত থাকুন প্রয়োজনীয় ক্ষেত্রে

৩. নিজেকে ছোট করা বন্ধ করুন

অনেকে অন্যদের সামনে নিজেকে নিয়ে অনেক রসিকতা করবার চেষ্টা করেহয়তো সেটা ভালোতবে সবসময় নয়কারন একটা কথা দু থেকে তিনবার বললে সেটা আপনার মনের আর মগজের ওপরে একটু হলেও প্রভাব ফেলেএকটু হলেও আপনাকে ভাবতে সাহায্য করবে যে আপনি আসলেই অদক্ষ বা খারাপতাই নিজেকে ছোট করা বন্ধ করুন

৪. বর্তমানকে প্রাধান্য দেওয়া বন্ধ করুন

হ্যাঁ, যদি সেটা হয় কিছুদিনের জন্যে, প্রয়োজনীয় কাজ বা নিজের কষ্টকে ভুলে থাকার জন্যে তাহলে ঠিক আছেকিন্তু সবসময়কার জন্যে কেবল বর্তমান নিয়ে থাকলে ভবিষ্যৎ কখনোই ভালো ফল বয়ে আনবে না আপনার জন্যেএমনকি অতীত নিয়ে না ভাবায় অনেক ভূল থেকে যাবে আপনার বর্তমানেআর তাই কেবল বর্তমান নিয়ে না ভেবে অতীত আর ভবিষ্যতকেও পাশে রাখুনতবে এটাও মনে রাখুন যে অতীতকে মনে রাখা মানে এই নয় যে অতীতের খারাপ ব্যাপারগুলোকেও সবসময় মনে রাখবেন আপনি

৫. অবহেলা করা বন্ধ করুন

এই অবহেলাটা কেবল কাছের মানুষকেই নয়, বরং নিজেকেওঅনেকে কাজের চাপে কাছের মানুষদেরকে অবহেলা করেনঅবহেলা করেন নিজের শখ আর ভালোলাগাকেও কিন্তু সফলেরা তা করেনাতারা কাজের পাশাপাশি সব ব্যাপারকেই গুরুত্ব দিয়ে দেখেননিজের ভাবনা, নিজের ইচ্ছা, শখ আর লক্ষ্যকে এগিয়ে রাখে তারা নিজেদের জীবনে

৬. তুলনা করা বন্ধ করুন

অনেকেই অন্যদের সাথে নিজেকে তুলনা করেনফলে কখনো অহংকারী আবার কখনো হীনমন্ম্যতায় ভোগেনকিন্তু সফল মানুষেরা কখনোই সেটা করেন নাতারা তুলনা করেনতবে অন্য কারো সাথে নয়নিজের সাথেইআজকের আপনি আর গতকালের আপনিকে তুলনা করুনদেখুন গতকালের ভুল থেকে একটু হলেও এরিয়ে আসতে পেরেছেন কিনা আপনিঅন্যের নয়, নিজের খুঁতগুলো বের করার চেষ্টা করুনতাহলেই সফলতা ধরা দেবে আপনার হাতে
তথ্যসূত্র- 9 things you need stop doing you want successful ( লাইফহ্যাক )
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন