
ব্যালন ডি’অর মঞ্চে রোনালদো-মেসির দ্বৈরথ হয়তো নেইমারের মাধ্যমেই শেষ
হবে, বেশ কিছুদিন ধরেই এটা বলা হচ্ছে। স্বয়ং মেসিও মনে করছেন, নেইমারের
দ্বারা সেটা সম্ভব। বলেছেন, ‘নেইমারের মধ্যে বিশ্বসেরা হওয়ার জন্য সবকিছু
আছে।’ মেসিকে গেলবার ব্যালন ডি’অর সিংহাসন থেকে বিতারিত করেছিলেন
ক্রিশ্চিয়ানো রোনালদো। গত মৌসুমে আটটা হ্যাটট্রিক করে লা লিগা গোল্ডেন বুটও
ছিনিয়ে নিয়েছিলেন তার থেকে। প্রতিবছরই মেসি যত গোল করছেন, পাল্লা দিয়ে
রোনালদোও তত গোল করছেন। কিন্তু তারপরও তাকে সবচেয়ে ‘কঠিন’ প্রতিপক্ষ মানতে
নারাজ লিওনেল মেসি। ইন্টারনেট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন