সাংবাদিকতা পড়তে চান পড়শি




উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল বের হয়েছেজনপ্রিয় সংগীতশিল্পী পড়শি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এ বছরআর এতে জিপিএ ৪.৬৭ পেয়েছেন তিনি
এ প্রসঙ্গে পড়শি বলেন, ‘আমি পাস করেছি এটা জেনে আমার ভালো লাগছেআমি বাণিজ্য বিভাগে পড়তামঅঙ্ক করতে আমার সব সময় ভয় লাগতরেজাল্ট হওয়ার পর মনে হয়েছে আমার জীবন থেকে শনির গ্রহ কেটে গেছেরেজাল্ট হওয়ার দুদিন আগে আমার খুব মন খারাপ ছিলআমি ঘুমাইনিকোনো কিছু ভালোভাবে খেতে পারিনিআমার শিক্ষকরা খুব চিন্তিত ছিলেন আমাকে নিয়েকিন্তু এখন আমার খুব ঘুম পাচ্ছে, আর ক্ষুধাও লেগেছে অনেকএকটু পরে আমি ঘুমাব
বন্ধুদের সঙ্গে বাইরে বের হওয়ার কোনো পরিকল্পনা হয়েছে কি না প্রশ্ন করতে পড়শি বলেন, ‘আজ বের হব নাআগামীকাল বের হবআমরা বন্ধুরা মিলে ঠিক করেছি মিষ্টির দোকানে গিয়ে নিজেরা মিষ্টি কিনে একে অপরকে খাওয়াবআরো পরিকল্পনা করেছি সবাই মিলে অনেক মজা করব
বিশ্ববিদ্যালয়ে কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চান প্রশ্ন করতে পড়শি বলেন, ‘আমি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাইআমার ভাইয়া এ বিষয়টি নিয়ে পড়াশোনা করছেভাইয়ার বইগুলো আমি দেখেছিআমার অনেক ভালো লেগেছেতাই এই বিষয়টি নিয়ে পড়ার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছেএ ছাড়া ভবিষ্যতে আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই
সাংবাদিকতা বিষয়ে পড়ে আপনি যদি সাংবাদিক হয়েই যান, তাহলে সংগীতশিল্পী পড়শিকে কী প্রশ্ন করবেন? পড়শি হেসে বললেন, ‘আমি প্রথমে প্রশ্ন করব, তাঁর সম্প্রতি কাজগুলোর খবর কী? আর পাঠকদের যে তথ্যগুলো জানার কৌতূহল কাজ করবে, সেগুলো সম্পর্কেই জানতে চাইব


Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন