উচ্চ
মাধ্যমিক
পরীক্ষার ফলাফল বের হয়েছে। জনপ্রিয়
সংগীতশিল্পী পড়শি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলেন এ বছর। আর
এতে জিপিএ ৪.৬৭ পেয়েছেন তিনি।
এ
প্রসঙ্গে পড়শি বলেন, ‘আমি পাস করেছি এটা জেনে আমার ভালো লাগছে। আমি
বাণিজ্য
বিভাগে পড়তাম। অঙ্ক করতে আমার সব সময় ভয় লাগত। রেজাল্ট হওয়ার পর মনে হয়েছে আমার জীবন থেকে শনির গ্রহ
কেটে গেছে। রেজাল্ট হওয়ার দুদিন আগে আমার খুব মন
খারাপ ছিল। আমি ঘুমাইনি। কোনো
কিছু ভালোভাবে খেতে পারিনি। আমার শিক্ষকরা খুব
চিন্তিত ছিলেন আমাকে নিয়ে। কিন্তু এখন
আমার খুব ঘুম পাচ্ছে, আর ক্ষুধাও লেগেছে অনেক। একটু পরে আমি
ঘুমাব।’
বন্ধুদের
সঙ্গে বাইরে বের হওয়ার কোনো পরিকল্পনা হয়েছে কি না প্রশ্ন করতে পড়শি বলেন,
‘আজ
বের হব না। আগামীকাল বের হব। আমরা
বন্ধুরা মিলে ঠিক করেছি মিষ্টির দোকানে গিয়ে নিজেরা মিষ্টি কিনে একে অপরকে খাওয়াব। আরো পরিকল্পনা করেছি সবাই মিলে অনেক মজা করব।’
বিশ্ববিদ্যালয়ে
কোন বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চান প্রশ্ন করতে পড়শি বলেন,
‘আমি
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়টি নিয়ে পড়াশোনা করতে চাই। আমার
ভাইয়া
এ বিষয়টি নিয়ে পড়াশোনা করছে। ভাইয়ার
বইগুলো আমি দেখেছি। আমার অনেক ভালো লেগেছে। তাই এই বিষয়টি নিয়ে পড়ার প্রতি আমার আগ্রহ তৈরি হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে আমি বিভিন্ন বিষয় নিয়ে পড়াশোনা করতে চাই।’
সাংবাদিকতা বিষয়ে পড়ে আপনি যদি সাংবাদিক হয়েই যান, তাহলে সংগীতশিল্পী পড়শিকে কী প্রশ্ন করবেন? পড়শি হেসে বললেন, ‘আমি প্রথমে প্রশ্ন করব, তাঁর সম্প্রতি কাজগুলোর খবর কী? আর পাঠকদের যে তথ্যগুলো জানার কৌতূহল কাজ করবে, সেগুলো সম্পর্কেই জানতে চাইব।’
সাংবাদিকতা বিষয়ে পড়ে আপনি যদি সাংবাদিক হয়েই যান, তাহলে সংগীতশিল্পী পড়শিকে কী প্রশ্ন করবেন? পড়শি হেসে বললেন, ‘আমি প্রথমে প্রশ্ন করব, তাঁর সম্প্রতি কাজগুলোর খবর কী? আর পাঠকদের যে তথ্যগুলো জানার কৌতূহল কাজ করবে, সেগুলো সম্পর্কেই জানতে চাইব।’
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন