সালমানের কথায় মা হয়েছেন জ্যাকুলিন

salman & jackline-http://sarabela24.blogspot.com/
বলিউডের অনেক অভিনেত্রীর কাছে সাফল্যের সিড়ি এবং ভরসার জায়গা সালমানজ্যাকুলিনের কাছেও তাই, সেটা জ্যাকুলিন সবসময়ই বলে থাকেনবলিউড অভিনেত্রী ও শ্রীলঙ্কান এই সুন্দরীর মতে, ‘সালমান জানেন দর্শক কী চায়তাই চরিত্র ও সিনেমা দুটোই বেছে নিতে আমি সব সময়ই সালমানের পরামর্শ নিয়ে থাকিএই বিষয়ে আমার সালমানের ওপর অন্ধআস্থা ও ভরসা
আর তাই সালমানের কথাতেই মা হতে রাজি হয়েছেন তিনিব্রাদার্স সিনেমায় একটি ছোট মেয়ের মায়ের ভূমিকায় দেখা যাবে জ্যাকুলিনকে
জানা গেছে, ব্রাদার্স সিনেমার মা এর চরিত্রে অভিনয়ের অফারে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন বর্তমানে ক্যারিয়ারের টপ ফর্মে থাকা জ্যাকুলিনএই অভিনেত্রী জানান, ‘ব্রাদার্সের গল্প নিয়ে দুই করণই (জোহর ও মালহোত্রা) আমার কাছে এসেছিলেনওরা আমাকে জানায় আমাকে এক ছোট মেয়ের মায়ের ভূমিকায় অভিনয় করতে হবেচরিত্রটি খানিক গতানুগতিক, ছকে বাঁধাআমার কিছুটা সন্দেহ ছিল এই চরিত্রে অভিনয় করা নিয়ে
ফলে নিজের দোলাচল কাটাতে তিনি নিজেই সালমানের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেনতিনি জানিয়েছেন, তাকে ভরসা যুগিয়ে ছিলেন সালমানইআশ্বাস দিয়ে বলেছিলেন, এই চরিত্রে অভিনয় তার ক্যারিয়ারে অন্য মাত্রা দেবে, সুঅভিনেত্রী হিসেবে তাকে রুপালী জগতে প্রতিষ্ঠিত করতে সাহায্য করবে
সালমানের এই কথায়, সিনেমাটিতে অভিনয় করতে রাজি হয়ে যান জ্যাকুলিনএই চরিত্রে তাকে বেছে নেওয়ার জন্য দুই করণের প্রতিই তিনি কৃতজ্ঞ জানিয়েছেন তিনিআর তাকে রাজি করানোর জন্য সালমানের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি
জ্যাকুলিন বলেন, ‘সালমান মানুষ হিসেবে খুবই ভালোসব সময় অপরের সাহায্য করে থাকেন
আগামী ১৪ আগস্ট বলিউডে মুক্তি পাবে ব্রাদার্স সিনেমাটিএটি প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রডাকশনসিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার, জ্যাকুলিন ফার্নান্দেজ, সিদ্ধার্থ মালহোত্রা, জ্যাকি শ্রোফ, শেফালি শাহসহ অনেকে
২০১১ সালে মুক্তিপ্রাপ্ত হলিউড সিনেমা ওয়ারিয়র থেকে অনুপ্রাণিত হয়ে নির্মাণ করা হয়েছে সিনেমাটিতবে নির্মাতা করণ মালহোত্রা ব্রাদার্স সিনেমায় বিশেষ টুইস্ট রেখেছেন বলে জানা গেছেওয়ারিয়র সিনেমায় প্রধান দুই চরিত্রে অভিনয় করেছিলেন টম হার্ডি এবং জোয়েল এডগারটনএদিকে ব্রাদার্স সিনেমায় মূল দুই চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় কুমার এবং সিদ্ধার্থ মালহোত্রা
সিনেমার কাহিনিতে দেখা যাবে, দুই ভাই যাদের মধ্যে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে নাতারা একটি মার্শাল আর্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন এবং পরস্পরের মুখোমুখি হয়েছেন


Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন