ইরিনার সাথে প্রতারণা করেছেন রোনালদো !!!

ইরিনা শায়েকের সাথে তাহলে প্রতারণা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো! এমন কথাই উঠছে। সামনে চলে আসছে এমন তথ্য।
বলা হচ্ছে, রোনালদো প্রতারণা করায়ই তাকে ছেড়ে চলে গেছেন সুপারমডেল ইরিনা।
একটি সংবাদ মাধ্যমের খবর, রোনালদোর মোবাইলে অনেক নারীর ক্ষুদে বার্তা আবিস্কার করেন ইরিনা। এরপর কি হলো? “দীর্ঘদিন ধরেই তাকে (রোনালদো) বিশ্বাস করে আসছিলো সে (ইরিনা)। কিন্তু এক পর্যায়ে সে নিজেকে প্রতারিত বলে অনুভব করে। বিষয়টি নিয়ে তার সাথে লড়াই করে। কিন্তু প্রাথমিকভাবে সে সবই অস্বীকার করে। পরে চাপাচাপি করলে মেয়েদের বার্তার কথা স্বীকার করে।” ইরিনা শায়েকের প্রসঙ্গ টেনে একটি সূত্র বলেছে, “সামান্য অজুহাত দেয় সে। এটা সে (ইরিনা) বিশ্বাস করেনি। ওখানেই সম্পর্কের ইতি টেনে দেয় সে।”
বিখ্যাত মডেল ইরিনা শায়েক তার কাছের একটি সূত্রকে বলেছেন, রোনালদোর কাছ থেকে প্রতারিতই হয়েছেন তিনি। ইরিনার ভাষায় যা এরকম, “আমি তাকে বিশ্বাস করেছিলাম। অন্য মেয়েদের নিয়ে যখন গুজব ওঠে তখনও তার সাথে লেগে ছিলাম। নিজেকে স্টুপিডের মতো লাগছে। ক্রিশ্চিয়ানো আমাকে বোকা বানিয়েছে।” দীর্ঘ ৫ বছর ধরে ডেট করেছেন রোনালদো আর ইরিনা। গেলো জানুয়ারিতে তাদের ব্রেকআপ হয়ে যায়।
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন