নাচার সময় নগ্ন সংগীত শিল্পী মাইলি !!

বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে আলোচনা-সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছেন জনপ্রিয় সংগীত শিল্পী মাইলি সাইরাস।
বিভিন্ন জনের সঙ্গে সেক্স স্ক্যান্ডাল, বেপরোয়া চলাফেরা ও সর্বশেষ নিজের নগ্ন সেলফি তুলে মিডিয়ার সংবাদে পরিণত হন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি আবারও একটি অদ্ভুত কা- ঘটালেন মাইলি। এবার একটি পার্টিতে নাচতে নাচতে পুরোপুরি নগ্ন হয়ে গেলেন এই তারকা। বিষয়টি অবাক করার মতো হলেও সত্যি।
সম্প্রতি লস অ্যানজেলেসের একটি বারে এমন ঘটনা ঘটিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন মাইলি। সমালোচনা এড়াতে এরই মধ্যে নিজের টুইটার অ্যাকাউন্টও বন্ধ করে রেখেছেন। সম্প্রতি সন্ধ্যার একটি জমকালো কনসার্টে গান গেয়ে সরাসরি সেই বারে কয়েকজন বন্ধুকে নিয়ে প্রবেশ করেন তিনি। গিয়েই স্বভাবসুলভ মদ্যপান শুরু করে দেন। এক সময় বার বয়দের সঙ্গে খারাপ ব্যবহারও শুরু করেন মাইলি। তবে কোনভাবে তখন তাকে সামাল দেন তার বন্ধুরা। এরপর মধ্য রাতে বন্ধুদের নিয়ে নাচ শুরু করেন মাইলি সাইরাস। এ সময় তার পরনে ছিল মিনি স্কার্ট। নাচতে নাচতে সব ধরনের নিয়ন্ত্রণ যেন হারিয়ে ফেলেন মাইলি।
এরপর একে একে নিজের পরনের স্কার্ট ও টপস খুলে ফেলেন। এক সময় তিনি পুরোপুরি নগ্ন হয়ে গেলে অবাক হয়ে যান উপস্থিত সবাই। কারণ বারে এমন কান্ড এর আগে কখনও ঘটাননি মাইলি। তবে বিষয়টি নজর এড়িয়ে যায়নি মিডিয়ার। পাপারাজ্জিরা যখন ছবি তোলার প্রস্তুতি নিলেন তখন তাদের সেখান থেকে বের করে দেন মাইলির বন্ধুরা। এরপর সোজা তারা মাইলিকে তার বাসায় পৌঁছে দেন। যার কারণে ক্যামেরাবন্দি করা যায়নি মাইলির নগ্ন সেই দৃশ্য। তবে ছবি না পেলেও আমেরিকার গণমাধ্যমগুলোতে মাইলির এমন ঘটনার সংবাদ বেশ ফলাও করে প্রকাশ করা হয়েছে, যার মাধ্যমে ব্যাপক বিতর্কের মুখে পড়েছেন মাইলি।
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন