প্রথম বারের মতো একজন সমকামীর চরিত্রে অভিনয় করেছেন টালিগঞ্জের অভিনেত্রী
স্বস্তিকা মুখার্জি। ‘ফ্যামিলি অ্যালবাম’ শিরোনামের একটি ছবিতে তার বিপরীতে
অভিনয় করেছেন আরেক অভিনেত্রী পাওলি দাম।
এ খবর প্রকাশিত হওয়ার পর থেকেই টালিউডে স্বস্তিকাকে নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে গেছে।
জানা গেছে, সমকামী একজন নারীর জীবনের নানা রকম চড়াই-উতরাই নিয়ে ছবিটির কাহিনী গড়ে উঠেছে। তবে দর্শকরা সমকামিতার চরিত্রে তাকে সাদরে গ্রহণ করবে কিনা, তা নিয়ে মোটেই চিন্তিত নন স্বস্তিকা। কারণ, তিনি মনে করেন, প্রতিটি মানুষের জীবনেই বিশেষ একজন থাকে। এই ছবিতে তার বিশেষ মানুষটি একজন নারী। এতে স্বস্তিকা ও পাওলি একাধিক অন্তরঙ্গ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন।
এ প্রসঙ্গে ৩৪ বছর বয়সী স্বস্তিকা বলেন, “আমি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘ফ্যামিলি অ্যালবাম’ ছবিতে আমি সমকামী হলেও এই সমাজেরই একজন মানুষ। সবার মতোই আমারও পরিবার রয়েছে। আমি মনে করি, এটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। এতে কোনো অশ্লীলতা নেই। আমি বিশ্বাস করি, দর্শকরা আমার চরিত্রটি সাদরেই গ্রহণ করবে।” সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি স্বস্তিকা অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’ মুক্তি পেয়েছে। দিবাকর ব্যানার্জি নির্মিত এই ছবিতে চলি্লশের দশকের একজন নায়িকার চরিত্রে করা তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে স্বস্তিকা অভিনীত একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে ‘সাহেব বিবি গোলাম’ এবং ‘টেইক ওয়ান’ প্রভৃতি।
জানা গেছে, সমকামী একজন নারীর জীবনের নানা রকম চড়াই-উতরাই নিয়ে ছবিটির কাহিনী গড়ে উঠেছে। তবে দর্শকরা সমকামিতার চরিত্রে তাকে সাদরে গ্রহণ করবে কিনা, তা নিয়ে মোটেই চিন্তিত নন স্বস্তিকা। কারণ, তিনি মনে করেন, প্রতিটি মানুষের জীবনেই বিশেষ একজন থাকে। এই ছবিতে তার বিশেষ মানুষটি একজন নারী। এতে স্বস্তিকা ও পাওলি একাধিক অন্তরঙ্গ দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন।
এ প্রসঙ্গে ৩৪ বছর বয়সী স্বস্তিকা বলেন, “আমি সব সময় চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করতে পছন্দ করি। ‘ফ্যামিলি অ্যালবাম’ ছবিতে আমি সমকামী হলেও এই সমাজেরই একজন মানুষ। সবার মতোই আমারও পরিবার রয়েছে। আমি মনে করি, এটি পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি। এতে কোনো অশ্লীলতা নেই। আমি বিশ্বাস করি, দর্শকরা আমার চরিত্রটি সাদরেই গ্রহণ করবে।” সূত্রটি আরো জানিয়েছে, সম্প্রতি স্বস্তিকা অভিনীত প্রথম হিন্দি ছবি ‘ডিটেক্টিভ ব্যোমকেশ বক্সি’ মুক্তি পেয়েছে। দিবাকর ব্যানার্জি নির্মিত এই ছবিতে চলি্লশের দশকের একজন নায়িকার চরিত্রে করা তার অভিনয় প্রশংসিত হয়েছে। বর্তমানে স্বস্তিকা অভিনীত একাধিক ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। এগুলো হচ্ছে ‘সাহেব বিবি গোলাম’ এবং ‘টেইক ওয়ান’ প্রভৃতি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন