কোস্টা রিকার সাথে প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল

Team Brazil-sarabela24.blogspot.com
রেড বুল অ্যারেনায় কোস্টা রিকার বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচটি হবে ৫ সেপ্টেম্বর। এ দিন আর্জেন্টিনার সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল দুঙ্গার দলের।
ফিফায় দুর্নীতি নিয়ে তদন্তের অংশ হিসেবে প্রীতি ম্যাচটির আয়োজক দুই আর্জেন্টাইন ব্যবসায়ী গৃহবন্দি হওয়ায় ‘আমেরিকার সুপার ক্লাসিক’ নামে পরিচিত ম্যাচটি বাতিল হয়ে যায়। এর বদলে কোস্টা রিকার বিপক্ষে প্রীতি ম্যাচটি হচ্ছে।
কোস্টা রিকা ম্যাচের তিন দিন পর ম্যাসাচুসেটসের ফক্সবরোতে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলবে দুঙ্গার দল।
সব কিছু ঠিক থাকলে দুটি প্রীতি ম্যাচেই ব্রাজিলের তারকা খেলোয়াড়দের দেখা যাবে। ম্যাচের তারিখগুলো ফিফার সূচির আওতায় বলে এ সময় খেলোয়াড়দের ছাড়তে ক্লাবগুলো বাধ্য থাকবে।
প্রীতি ম্যাচ দুটির মাধ্যমে ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিও নেওয়া হয়ে যাবে।
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন