লিওনেল মেসি মাঠে এমনিতে খুব শান্ত মেজাজের মানুষ বলেই পরিচিত। প্রতিপক্ষের খেলোয়াড়রা তাকে ফাউল করলেও কিছু না বলে স্মিত হাসিই উপহার দেন তিনি। কিন্তু জন গাম্পার ট্রফির লড়াইয়ে লিওনেল মেসির ভিন্ন এক রূপ দেখল ফুটবল বিশ্ব। মেজাজ হারিয়ে এএস রোমার এক খেলোয়াড়কে মাথা দিয়ে গুঁতো মেরেছেন বার্সেলোনার এই তারকা ফরোয়ার্ড। নিজেদের মাঠ কাম্প নউতে বুধবার রাতে নেইমার, মেসি ও ইভান রাকিতিচের গোলে ইতালির ক্লাব রোমাকে ৩-০ ব্যবধানে হারায় বার্সেলোনা। মেসির মাথা দিয়ে গুঁতো মারার ঘটনাটি ঘটে নেইমারের গোলে বার্সেলোনার এগিয়ে যাওয়ার ৮ মিনিট পর। ম্যাচের ৩৪তম মিনিটে মেজাজ হারিয়ে মাপোঁ ইয়াঙ্গা-এমবিওয়াকে গুঁতো মেরে বসেন তিনি।
মেসির এমন আচরণের কারণ জানা যায়নি। তবে ওই সময় তাকে দেখে মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে বেশ হতাশ ছিলেন তিনি।
প্রথমে অবশ্য ইয়াঙ্গা-এমবিওয়াই ঝামেলা শুরু করেন কপাল দিয়ে মেসিকে ধাক্কা দিয়ে। এর জবাব মেসি দেন মাথা দিয়ে গুঁতো মেরে। গুঁতো মারার পর ফরাসি ডিফেন্ডারের গলা ধরে ধাক্কাও দেন আর্জেন্টিনা অধিনায়ক।
দুজনেরই ভাগ্য ভালো যে, রেফারি তাদের এই অপরাধের জন্য লাল কার্ড দেখাননি। দুজনকেই হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করে দেন তিনি। এই ঘটনার ৭ মিনিট পর মেসি ব্যবধান দ্বিগুণ করা গোলটি করেন। স্কোরলাইন ৩-০ করা গোলটি রাকিতিচ করেন ৬৬তম মিনিটে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন