স্টানফোর্ড ক্লাসিকের দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হয়েছেন ক্যারোলিন ওজনিয়াকি। আসরের প্রথম ম্যাচে ভারভারা লেপচেনকোর কাছে হার মেনে বিদায় নিয়েছেন ডেনমার্কের এই টেনিস তারকা। র্যাঙ্কিংয়ের পঞ্চম সেরা খেলোয়াড় ৬-৪ ও ৬-২ গেমে ধরাশায়ী হয়েছেন র্যাঙ্কিংয়ের ৬০তম খেলোয়াড়ের কাছে। ডব্লিউটিএ হার্ডকোর্ট টুর্নামেন্ট থেকে ডেনিশ সুন্দরী ওজনিয়াকিকে বিদায় করতে উজবেক বংশোদ্ভূত আমেরিকান খেলোয়াড়ের সময় লেগেছে মাত্র ৯২ মিনিট। শেষ আটের লড়াইয়ে লেপচেনকো মুখোমুখি হবেন র্যাঙ্কিংয়ের ৬৩তম খেলোয়াড় জার্মানির মোনা বার্থেলের বিপক্ষে। অন্যদিকে কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেছেন আগনিয়েস্কা রাদওয়ানস্কা। টুর্নামেন্টের এই দ্বিতীয় বাছাই খেলোয়াড় ১-৬, ৬-২ ও ৬-০ গেমে হারিয়েছেন জাপানের মিসাকি দোইকে। পরের পর্বে পোল্যান্ডের এই তারকা লড়বেন পঞ্চম বাছাই অ্যাঞ্জেলিক কারবারের বিপক্ষে। জার্মানির এই তারকা ৬-৪ ও ৬-৩ গেমে হারান ক্রোয়েশিয়ার আনা কোনজুহকে।
ওজনিয়াকির বিদায়
ওজনিয়াকির বিদায়
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন