জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছিটকে গেছেন রস টেইলর। হারারেতে তৃতীয় ওয়ানডে সামনে রেখে অনুশীলন করতে গিয়ে কুঁচকিতে চোট পান নিউজিল্যান্ডের এই ব্যাটসমান। তাই কুঁচকিতে ছোটখাটো অস্ত্রোপচার করাতে হয়েছে টেইলরকে। যে কারণে কাল তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে খেলতে পারেননি এই তারকা কিউই ক্রিকেটার। জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি ম্যাচেও খেলতে পারবেন না। শুধু তাই নয়, বাদ পড়েছেন দক্ষিণ আফ্রিকা সফর থেকেও। তাই প্রোটিয়াদের বিপক্ষে দুই ম্যাচের টি-টুয়েন্টি ও তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও খেলতে পারবেন না সাবেক এই ব্ল্যাক ক্যাপস অধিনায়ক। আফ্রিকা সফরে ১৬ জনের দল পাঠিয়েছে নিউজিল্যান্ড। তাই টেইলরের বদলি কোনো ক্রিকেটারের নাম ঘোষণা করবে না নিউজিল্যান্ড ক্রিকেট। জেমস নিশাম কিউই একাদশে টেইলরের জায়গায় ব্যাট করবেন।
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন