ওয়াসিম আকরামের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা নিয়ে তদন্ত


Oashim Akram - www,sarabela24.blogspot.com
ওয়াসিম আকরামের গাড়িতে গুলিবর্ষণের ঘটনা নিয়ে তদন্তে নেমেছে পাকিস্তান পুলিশ। ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের ঘটনার বিবরণ রেকর্ড করেছে কর্মকর্তারা। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে সিসিটিভির ভিডিও ফুটেজ। ফরেনসিক ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে গুলির খোসাগুলো। আকরাম তার করাচির বাসা থেকে গাড়ি চালিয়ে ন্যাশনাল স্টেডিয়ামে যাচ্ছিলেন। সেখানে তরুণ পেসারদের কোচিং ক্যাম্প পরিচালনা করছেন তিনি। করাচির কারসাজ এলাকায় পৌঁছলে হঠাত্ একটি গাড়ি পেছন থেকে আচমকা আকরামের গাড়ি ওভারটেক করে ঠিক সামনে এসে দাঁড়িয়ে পড়ে। গাড়ি থেকে কয়েকজন লোক গালাগাল দিতে থাকে। বুধবার কারসাজ রোডে আকরামের গাড়ি লক্ষ করে গুলি ছোড়ে ৫০ বছর বয়সী এক অস্ত্রধারী। গুলি গিয়ে লাগে আকরামের গাড়িতে। পরে অস্ত্রধারীরা দ্রুত পালিয়ে যায়। ভাগ্যক্রমে বেঁচে যান কিংবদন্তি এই পেসার।
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন