অনেক দিন ধরেই সার্জিও রামোসকে দলে ভেড়াতে উঠে-পড়ে লেগেছে ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ এই ডিফেন্ডারকে পাখির চোখ করে রেখেও লাভ হচ্ছিল না রেড ডেভিলস শিবিরের। তবে এবার হয়তো একটু বাড়তি সাহসই পাবে ম্যানইউ। রিয়াল মাদ্রিদের দেওয়া নতুন চুক্তির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন রামোস। বিষয়টা ওল্ড ট্রাফোর্ডের জন্য খুশির খবরই বটে। কোচ লুইস ফন গল এখন সহজেই রামোসকে দলে ভেড়াতে পারবেন। রিয়াল মাদ্রিদে রামোসের চুক্তির মেয়াদ শেষ হতে আরও দুই বছর বাকি। তারপরও প্রতি মৌসুমের জন্য ৫.৬ মিলিয়ন পাউন্ডের নতুন প্রস্তাব দিয়েছিল সান্টিয়াগো বার্নাব্যু শিবির। কিন্তু পছন্দ না হওয়ায় প্রস্তাবটা নাকচ করে দিয়েছেন রামোস। কারণ রক্ষণভাগের এই ২৯ বছরের ফুটবলার চান প্রতি বছরের জন্য ৭ মিলিয়ন পাউন্ড। এখন ধারণা করা হচ্ছে, রামোস প্রিমিয়ার লিগের এই জায়ান্ট ক্লাবে গেলে ডেভিড ডি গিয়া হয়তো চলে আসবেন সান্টিয়াগো বার্নাব্যুতে। ইন্টারনেট।
- Blogger Comment
- Facebook Comment
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন