৩৫০০ টাকায় ইন্টারনেট হটস্পট

Hot spot- www.sarabela24.blogspot.com
ঘরে-বাইরে ইন্টারনেটে যুক্ত থাকতে এবং পরিবার বা বন্ধুদের যুুক্ত রাখতে পকেট রাউটার ‘প্রোলিংক মোবাইল হটস্পট’ এনেছে দেশি আইসিটি পণ্য সেবাদাতা কম্পিউটার সোর্স। এ পণ্যের মাধ্যমে সেকেন্ডে ২১.৬ মেগাবাইট উচ্চগতির ইন্টারনেট পাওয়া যায়।
তারহীন প্রযুক্তি সমর্থিত ল্যাপটপ, ট্যাব, স্মার্টফোন এবং গেমিং ডিভাইসে একইসঙ্গে ১০ জন ভোক্তা জিএসএম নেটওয়ার্কের ইন্টারনেট ব্যবহার করতে পারে। রিচার্জেবল ব্যাটারি ভোক্তাকে ৫ ঘণ্টা অবধি পাওয়ার ব্যাকআপ দেয়। আছে ফাইল শেয়ারিং সুবিধা। আর এলইডি ডিসপ্লের মাধ্যমে নেটওয়ার্ক সিগন্যাল, ওয়াইফাই স্ট্যাটাস, ব্যাটারি লেভেল এবং ট্রাফিক স্ট্যাটিস্টিক জানা যায় সহজে। অবয়ব সাড়ে ৩ ইঞ্চি। ওজন ৮৫ গ্রাম। ‘পিআরটি৭০০৬এইচ’ মডেলের এ হটস্পটের দাম ৩৫০০ টাকা। রাজধানীর আগারগাঁওস্থ বিসিএস কম্পিউটার ছাড়াও দেশব্যাপী এ পণ্য পাওয়া যাচ্ছে। হ্যালো : ০১৭৩০০০০২৭৯।
Share on Google Plus

About Shara-Bela

"Shara-Bela" Is a online Blog Megazine.It Containes global entartaining and helful artical.
    Blogger Comment
    Facebook Comment

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন