নতুন ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’ অ্যাপ উন্মুক্ত করেছে সফটওয়্যার জায়ান্ট
মাইক্রোসফট। একইসঙ্গে উন্মুক্ত করা হয়েছে অ্যাপটির আইওএস, অ্যান্ড্রয়েড,
অ্যাপল ওয়াচ এবং অ্যান্ড্রয়েড ওয়্যার স্মার্টওয়াচ সংস্করণ। বলা হচ্ছে
অ্যাপটির মাধ্যমে গুগলের নিজস্ব ট্রান্সলেটর সেবার দিকে সরাসরি চ্যালেঞ্জ
ছুড়ে দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি।
প্রযুক্তিবিষয়ক সাইট সিনেট এক প্রতিবেদনে জানিয়েছে, অগাস্টের প্রথম
বৃহস্পতিবার উন্মুক্ত করা হয়েছে ‘মাইক্রোসফট ট্রান্সলেটর’। স্মার্টওয়াচ আর
ট্যাবলেট তো বটেই, স্মার্টওয়াচেও ব্যবহার করা যাবে এই ক্লাউডভিত্তিক
স্বয়ংক্রিয় ট্রান্সলেটর সেবা।
অ্যাপটি চালু করে যে কোনো শব্দ টাইপ করে বা ভয়েস কমান্ড দিলে
স্বয়ংক্রিয়ভাবে অ্যাপটি অনুবাদ করে এবং পড়ে শোনাবে। অন্যান্য অ্যাপের
টেক্সটও কপি পেস্ট করে অনুবাদ করতে পারবেন ব্যবহারকারী।
শুরুতে ৫০টি ভাষায় অনুবাদের সেবা দিচ্ছে মাইক্রোসফট। এর মধ্যে আছে
ইংরেজি, ফ্রেঞ্চ, হিব্রু, চীনা, ইতালিয়ান, জাপানিজ, স্প্যানিশ এবং রাশিয়ান।
বিং ওয়েবসাইট, মোবাইল আর ডেস্কটপের জন্য তৈরি আলাদা অ্যাপের মাধ্যমে
মাইক্রোসফট উইন্ডোজ ব্যবহারকারীদের ট্রান্সলেটর সেবা দিচ্ছে আগে থেকেই।
ট্রান্সলেটর সেবা খাতে গুগল এতদিন ‘একক রাজত্ব’ করেছে বললে ভুল হবে না।
আর তাই নতুন অ্যাপ দিয়ে মাইক্রোসফট সরাসরি গুগলের দিকে ‘চ্যালেঞ্জ’ ছুড়ে
দিয়েছে বলে মন্তব্য করেছে সিনেট।
গুগলের নিজস্ব ট্রান্সলেটর অ্যাপের একটি বড় ফিচার হল, ডিভাইসের ক্যামেরা
ব্যবহার করে যে কোনো সাইন, বিলবোর্ড, বইয়ের টেক্সট ব্যবহারকারীর নির্দিষ্ট
করে দেওয়া ভাষায় অনুবাদ করতে পারে অ্যাপটি। তবে গুগলের অ্যাপ কেবল ২৭টি
ভাষা সাপোর্ট করায় এই এক জায়াগায় হলেও গুগলের থেকে এগিয়ে আছে মাইক্রোসফট।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন